ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

রাজশাহীতে অটো গ্যারেজে আগুন, ৬০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি


super admin
১:০৬ - বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২
রাজশাহীতে অটো গ্যারেজে আগুন, ৬০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি

রাজশাহী নগরীতে একটি অটো গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল প্রায় ৯ টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে খবর দিলে দ্রুত তারা ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, রাজশাহী নগরীর বোয়ালিয়া সপুরা কয়েরদাঁড়া এলাকায় মা আমেনা অটোসেন্টারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৪০টি বড় অটো ও ৭টি  অটো রিকশা বাইক পুড়ে গেছে। এতে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অটো গ্যারেজের মালিক নাদিম হোসেন তা জানান।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি অটো গ্যারেজে শর্ট সার্কিট হতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল দ্রুত ঘটনাস্থলে  পৌছে আগুন নেভাতে সক্ষম হয়। নইলে আরো বেশী ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো বলে জানান।