ঢাকা বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

'জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ'


নিউজ ডেস্ক
১৬:২৪ - মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
'জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ'

গত ষোল বছরে নির্বাচন কমিশন ধংস করে দিয়ে গেছে শেখ হাসিনা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন সংস্কার করে অতি সত্বর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ কাজ বলে মন্তব্য করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল তিনটায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হতাহতদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার শাহিদুল হাসান (বাবুল), সভাপতি, ড. মোশারফ ফাউন্ডেশন, যুব কল্যাণ কর্মসূচি। সঞ্চালনায় ছিলেন এনামুল হক সফর তালুকদার , সাধারণ সম্পাদক, ড. মোশাররফ ফাউন্ডেশন, যুব কল্যাণ কর্মসূচি।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক- ড. খন্দকার মারুফ হোসেন সচিব, ড. মোশাররফ ফাউন্ডেশন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিজ্ঞ আইনজীবী সুপ্রিম কোর্ট।

মোঃ আনোয়ার হোসেন আনন্দ সভাপতি, ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরাম। মোঃ মেহেদী হাসান সাধারণ সম্পাদক, ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরাম।

এছাড়াও উপস্থিত ছিলেন মিয়া মোঃ মিজানুর রহমান, কেন্দ্রীয় শ্রমিক দল। সাইফুল আলম ভূঁইয়া আহ্বায়ক, বাংলাদেশ পরিবহন মালিক সমিতি। আবুল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি। এম এ আবদুল লতিফ ভূঁইয়া আহব্বায়ক, দাউদকান্দি উপজেলা বিএনপি। জসিম উদ্দিন আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি। নুর মোহাম্মদ সেলিম সরকার। শওকত চৌধুরী পিটার, মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, খন্দকার মাহবুব হোসেন তুষার প্রমূখ।