ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

প্রেগনেন্সির খবর শুনে আশ্চর্য হয়েছিলাম : রাধিকা


নিউজ ডেস্ক
৭:৩৭ - বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
প্রেগনেন্সির খবর শুনে আশ্চর্য হয়েছিলাম : রাধিকা

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সম্প্রতি মাতৃত্বকালীন কিছু ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবিগুলোতে রাধিকাকে একেবারে অন্যরকম দেখতে লাগছে। মা হওয়ার ঠিক এক সপ্তাহ আগে এই ফটোশুট করেছিলেন । পাশাপাশি জানালেন, গর্ভাবস্থার সময়ে  ঠিক কী অনুভব করেছিলেন।

রাধিকা বলেন, ‘পুরো জার্নিটাই আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমরা আগে থেকে কোনও প্ল্যান করিনি তাই প্রথম প্রেগনেন্সির খবর শুনে ভীষণভাবে আশ্চর্য হয়েছিলাম। প্রেগনেন্সি যে কোনও মজার কথা নয় তা বুঝেছি এই কয়েকটা মাসেই।’ 

‘পিরিয়ড খুব স্বাভাবিক ঘটনা হলেও হরমোনের ভারসাম্যহীনতা লড়াইটা আরও কঠিন করে তোলে। আমি নিজেকে এইভাবে কোনোদিন দেখব ভাবতে পারিনি। হঠাৎ করে অনেকটা ওজন বেড়ে গিয়েছিল। আমার শরীর ভীষণ ফুলে গিয়েছিল। রাতেও ঘুম হত না।’

অভিনেত্রী বলেন, ‘সারাদিন মন মেজাজ খারাপ হয়ে থাকত। তবে এখন আর দুই সপ্তাহ বাকি আছে, এখন সবকিছু যেন অন্যরকম লাগছে। আবার ভালো লাগছে সব কিছু। এই পরিবর্তনের মধ্যেও সৌন্দর্য দেখতে পাচ্ছি।’

প্রেগনেন্সির খবর জানানোর পাশাপাশি অভিনেত্রী জানিয়েছিলেন তিনি ফেব্রুয়ারি মাস পর্যন্ত লন্ডনে থাকবেন। নতুন সদস্য আসার কিছু মাসের মধ্যেই তিনি আবার ভারতে ফিরে আসবেন এবং কাজ শুরু করবেন। ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় শেষ অভিনয় করেছিলেন রাধিকা, তবে অভিনেত্রী থেকে আরও অনেক সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।

উল্লেখ্য, ২০১১ সালে লন্ডনের ব্রিটিশ সংগীতশিল্পী বেনেডিক্ট টেলরের সঙ্গে রাধিকার দেখা হয়। ২০১২ সালে পরিবার এবং বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন রাধিকা।