ঢাকা রবিবার, নভেম্বর ২, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

‘মা-বাবার বুক খালি করে দিয়েন না আল্লাহ’


নিউজ ডেস্ক
১১:০৯ - সোমবার, জুলাই ২১, ২০২৫
‘মা-বাবার বুক খালি করে দিয়েন না আল্লাহ’

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিন জনের মৃত্যুর তথ্য জানা গেছে। পাশাপাশি নারী ও শিশুসহ অন্তত ৫০ জনের বেশি দগ্ধ হয়েছেন। 

এ ঘটনায় সাধারণ জনগনের পাশাপাশি তারকাদের মাঝেও চলছে শোকের মাতম। ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ এক আবেগঘন পোস্ট দিয়ে জানান যে, ‘মা-বাবাগুলোর বুক খালি করে দিয়েন না আল্লাহ।’


আবেগঘন পোস্ট দিয়ে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘ভালো লাগছে না কিছু, চোখের সামনে কত বাচ্চার ঝলসানো শরীর দেখলাম। আল্লাহ কি দোষ বাচ্চাগুলোর? আহারে ওরা তাদের স্কুলে ক্লাস করছিল।’


শেষে লিখেছেন, ‘মা-বাবাগুলোর বুক খালি করে দিয়েন না আল্লাহ! সবাই যার যার জায়গা থেকে হতাহতের জন্য দোয়া করি।’ 


এদিকে, ফায়ার সার্ভিস থেকে জানানে হয়েছে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


জানা গেছে, মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল।