তিতুমীর কলেজ প্রতিনিধি:: তিতুমীর কলেজে ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি গঠন হওয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অরাজকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ক্যাম্পাসটির শিক্ষার্থীরা । বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ বিক্ষোভ মিছিল করা হয়।
রাত ৯টায় কলেজের প্রধান ফটক থেকে মিছিল শুরু করে টিবি গেট প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাস প্রাঙ্গণে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। এ সময় তারা, আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, মামুন মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, সন্ত্রাসীদের ঠিকানা তিতুমীর কলেজে হবে না, অছাত্রদের ঠিকানা তিতুমীর কলেজে হবে না, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, জ্বালো জ্বালো আগুন জ্বালো, জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব চাই ইত্যাদি স্লোগান দেন।
তিতুমীর কলেজের প্রধান সমন্বয়ক সুজন মিয়া বলেন, কলেজে একটি ছাত্রসংগঠনের কমিটিকে কেন্দ্র করে কলেজে বোমাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা জানাই, সেই সাথে গতকাল সচিবালয়ে পরিকল্পিত আগুনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই। ফ্যাসিস্ট সরকারের আমলা দোসর যারা এখনো বহাল আছে তাদের বিরুদ্ধেও যেন পদক্ষেপ নেওয়া হয়।
আন্দোলনে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীরা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ফলে অর্জিত বাংলাদেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করা হচ্ছে। তারই প্রেক্ষিতে গতকালকে তারা সুন্দর ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও বোমাবাজি করেছে, এতে সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। যারা ককটেল বিস্ফোরণ করছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাই।