ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

সাংবাদিক নেতা সাজ্জাদ তপুর দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা


নিউজ ডেস্ক
৮:৫৯ - বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
সাংবাদিক নেতা সাজ্জাদ তপুর দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, যমুনা টিভির বিজনেস এডিটর সাজ্জাদ আলম খান তপু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (২৩ নভেম্বর) তাঁকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হলে তাঁর এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রামে হৃদযন্ত্রে সমস্যার প্রমাণ পাওয়ায় তাঁর হার্টে রিং পরানো হয়েছে।

তাঁর পরিবারের পক্ষ থেকে সবাইকে দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় সক্রিয় সাজ্জাদ তপু সাংবাদিকদের অধিকার আদায় এবং পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি সহকর্মীদের কল্যাণে বিভিন্ন দাবিতে সবসময় সোচ্চার ছিলেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং পরিচিতজনদের মাঝে প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।