ঢাকা শনিবার, মার্চ ১৫, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

নাঈমুর রহমানের কবিতা 'তুমি বঙ্গবন্ধু'


নিউজ ডেস্ক
১৪:৪৭ - শনিবার, আগস্ট ২০, ২০২২
নাঈমুর রহমানের কবিতা 'তুমি বঙ্গবন্ধু'

তুমি বঙ্গবন্ধু

মোঃ নাঈমুর রহমান


তুমি বঙ্গবন্ধু, ওহে কালজয়ী নিশীথের নিশাকর, 
তুমি মহীপাল এ বঙ্গভূমির সকলের দিবাকর।

পরাধীনতার ঝোপের থেকে 
মুক্ত করেছো ভূমি, 
হওনি ক্ষান্ত মরণফাঁদেও 
ছিনিয়ে নিয়েছো জাতি।

সিংহের ন্যায় গর্জে ওঠে 
মুক্তির সনদ গেয়েছিলে 
দীপ্ত ঐ সূর্যের রূপে 
জাতির পিতা বনেছিলে।

তুমি মুক্তির ডাক দিয়েছো ওগো
পণ করেছো পূর্ণ, 
জাগিয়ে দিয়ে কোটি বাঙালি করলে শত্ৰুঘাঁটি চূর্ণ।

স্বাধীন করেছো দেশ 
থাকিতে পারো নি তুমি,
তবে তোমায় হারার পরেও 
এ জাতি তোমায় ভুলে নি।

ধানমন্ডির ঐ বাসভবনে 
গুপ্তহত্যার ছোবলে,
পরিবার নিয়ে দিলে যে প্রান
দেশের জন্য অকাতরে।

আঁধার ঘন কালো রাতে 
সেদিন থমকেছিল দেশ
তোমার ছায়া হারিয়ে যেনো
লাখো আশার নিঃশেষ।

তুমি জোৎস্না, তুমি চন্দ্ৰ
কোটি প্রাণের প্রভাকর, 
তুমি ঝংকার, তুমি গর্জন 
ওগো বাঙালির নৃপবর ।

যেথায় আছো ভালো থেকো ওহে মুক্তির ধ্রুবতারা, 
আজ তুমি না থাকলেও 
মোরা তোমায় ভুলবো না।