জিম্বাবুয়ের বিপক্ষে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। ১ রানের ব্যবধানে তারা দুজনেই একই বোলারের কাছে পরাস্ত হয়েছেন। ফলে ৩২ রানে বাংলাদেশ হারায় ২ উইকেট। সেখান থেকে বাংলাদেশকে পথ দেখাচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের জুটি। দুজন মিলিয়ে পঞ্চাশ পেরিয়ে মধ্যাহ্ন বিরতির আগে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৮৪ রান।
আজ (রোববার) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক শান্ত। এই ম্যাচ তার সঙ্গে অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম লাল বলের ক্রিকেটে ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা টাইগারদের সর্বশেষ টেস্ট সিরিজে ছিলেন না তারা। এ ছাড়া শেষ টেস্টের একাদশে থাকা জাকির হাসানের জায়গায় আজ খেলছেন সাদমান ইসলাম।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনেই করেছিলেন দুই বাংলাদেশি ওপেনার সাদমান-জয়। প্রথম স্পেলে জিম্বাবুয়ের দুই পেসার ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাবা তেমন কোনো চ্যালেঞ্জই তৈরি করতে পারেননি। ফলে তাদের করা ৮ ওভারে আসে ২৪ রান। নবম ওভারে ভিক্টর নিয়াউচি আক্রমণে আসতেই স্বাগতিকরা পা হড়কায়। যদিও ডানহাতি এই পেসার প্রথম ৩ বলে এক নো বল–সহ ৭ রান খরচ করে বসেন।
চতুর্থ বলে নিয়াউচির অফ স্টাম্পের বেশ বাইরের লেংথে ফেলা ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে গালিতে ক্যাচ দিয়েছেন সাদমান। ২৩ বলে এক চারে ১২ রান আসে বাঁ-হাতি এই ওপেনারের ব্যাটে। এরপর মাঝে এক ওভার বিরতি দিয়ে আবারও আক্রমণে এসে দ্বিতীয়বার আঘাত হানেন নিয়াউচি। তার গুড লেংথের ষষ্ঠ স্টাম্পে করা বলটিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন জয়। ডানহাতি এই ওপেনার করেছেন ১৪ রান। শুরুতেই সৃষ্ট বিপদ সামলানোর গুরুদায়িত্ব ছিল এরপর ক্রিজে আসা নতুন দুজনের ওপর। শান্ত ও মুমিনুল হক নিজেদের শুরুটা ভালোই করেছেন।
যদিও ইতোমধ্যে একবার জীবন পেয়েছেন মুমিনুল। তার গ্লাভস ছুঁয়ে জিম্বাবুয়ের উইকেটকিপারের হাতে গেলেও তিনি তালুবন্দী করতে পারেননি। এরপর নিয়াউচি ও মুজারাবানিদের বলে মাঝেমধ্যে বেগ পেতে হয়েছে শান্ত-মুমিনুলকে। তবে ধীরে ধীরে তারা ক্রিজে মানিয়ে নিতে শুরু করেছেন। কয়েকটি বাউন্ডারিতে বোলারদেরও পর চাপ বাড়ানো চেষ্টা চালিয়েছেন শান্ত। মধ্যাহ্ন বিরতির আগেই দুজনের জুটি পঞ্চাশ (৫২) পেরিয়েছে। দলীয় ৮৪ রানের পাশাপাশি শান্ত ৩০ এবং মুমিনুল অপরাজিত আছেন ২১ রানে।