এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এ জয়ের ফলে পয়েন্ট তালিকায় ম্যানচেস্টার সিটির ঠিক পেছনেই লিভারপুল। লিগ চ্যাম্পিয়নদের থেকে মাত্র এক পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আছে তারা। ২৯টি করে ম্যাচ খেলে সিটির পয়েন্ট ৭০ লিভারপুরের ৬৯। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে চেলছি।২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে আর্সেনাল।
গত সোমবার ক্রিস্টাল প্যালেসের মাঠে পেপ গুয়ার্দিওলার দল গোলশূন্য ড্র করলে তাদের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পেয়ে যায় লিভারপুল। প্রথমার্ধটা ভালো না করতে না পারলেও দ্বিতীয়ার্ধের নবম মিনিটেই গোল পেয়ে যায় দলটি। মাঝমাঠ থেকে থিয়াগো আলকান্তারার দারুণ পাস ডি-বক্সের বাইরে ধরে ভেতরে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড জটা।
তার ঠিক আট মিনিট পর দুই দফায় নিজেদের ডি-বক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো। এই নিয়ে লিগে টানা ৯ ম্যাচ জিতল লিভারপুল।