ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

ধামরাইয়ে নৈশ প্রহরীকে জিম্মি করে কারখানায় ডাকাতি


নিউজ ডেস্ক
৭:৪১ - মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
ধামরাইয়ে নৈশ প্রহরীকে জিম্মি করে কারখানায় ডাকাতি

ঢাকার ধামরাইয়ে নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকওয়া ফুড প্রোডাক্ট নামে একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা কারখানার ভেতরে থাকা মালামাল ও নগদ টাকাসহ ১৫ লাখ টাকার জিনিসপত্র লুট করে নেন।

সোমবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ওই কারখানায় ডাকাতির ঘটনা ঘটে।

তাকওয়া ফুড প্রোডাক্ট কারখানার ডাইরেক্টর ওসমান মাহমুদ বলেন, ঈদের দিন রাত আড়াইটার দিকে কারখানার ভেতরে ৮/১০ জন লোক প্রবেশ করে। এ সময় কারখানার ভেতরে থাকা নৈশ পহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার ভেতরে থাকা কম্পিউটারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়েছে। এছাড়া কারখানায় থাকা সাড়ে তিন লাখ টাকাও লুটে নেয় ডাকাতরা। পরে আমি ধামরাই থানায় এসে ডাকাতির অভিযোগ করেছি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।