ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

লক্ষীপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন ইস্কান্দার মির্জা শামীম


নিউজ ডেস্ক
১২:১২ - রবিবার, নভেম্বর ১৯, ২০২৩
লক্ষীপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন ইস্কান্দার মির্জা শামীম

নিজস্ব প্রতিবেদক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিক্রির দ্বিতীয় দিন লক্ষীপুর-৪ (রামগতি-কমলনগর ) আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা ইস্কান্দার মির্জা শামীম।


রোববার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় রামগতি-কমলনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবার ব্যাপারে জোর আশাবাদী ইস্কান্দার মির্জা শামীম । এলাকার উন্নয়নকে তরান্বিত করতে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি।


এই আসনটিতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কোন সংসদ সদস্য না থাকায় দীর্ঘদিন ধরে অনেকটা অভিভাবকহীনের মত ছিলো এখানকার বাসিন্দারা। গেল বেশ কয়েক বছর ধরে এই এলাকার মানুষের জন্য ব্যাপক কাজ করায় অনেকটা গণজোয়ার দৃষ্টি হয়েছে ইস্কান্দার মির্জা শামীমকে ঘিরে। যার জন্য সকালে রামগতি কমলনগর থেকে ইস্কান্দার মির্জা শামীমের পক্ষে কয়েক হাজার নেতাকর্মী গুলিস্তান এসে জড়ো হন। 


ব্যক্তিজীবনে ইস্কান্দার মির্জা শামীম পারিবারিক ভাবেই আওয়ামী লীগ পরিবারের সন্তান। এই কমিটির সদস্যসহ তিনি আরও বেশ কয়েকবার কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির দ্বায়িত্বে ছিলেন।


 ছাত্র জীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। স্কুল ছাত্রলীগের সভাপতি মাধ্যমে তার রাজনৈতিক পথ চলা শুরু। সরকারি মুজিব কলেজে ছাত্রলীগের দ্বায়িত্বে থেকে তখনকার সময় নানা হামলা মামলা পেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়। সেখানেও থেমে ছিলো না রাজনৈতিক পথ চলা। আওয়ামী লীগের নানা কর্মসূচিতে তিনি রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেখান থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের’র হাত ধরে যখন দলের একেবারে দূঃসময় ছিল তখন কেন্দ্রীয় ছাত্রলীগের দ্বায়িত্ব পান। ১৯৯৬ সালের জনতার মঞ্চ আন্দোলনে ইস্কান্দার মির্জা শামীম প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেন। যে আন্দোলনে বিএনপির পতন হয়েছিলো। ২০০১ এর দলের দূঃসময় তিনি সক্রিয় ভূমিকা পালন করে বিএনপি জামাতের দ্বারা বার বার হামলার শীকার হয়েছেন। কিন্তু দমে যায় নি। শামসূন নাহার হলে পুলিশি হামলায় আন্দোলনে , শেখ হাসিনা মুক্তি আন্দোলনে ওয়ান ইলেভেনসহ অসংখ্য আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। এছাড়াও দলের দূঃসময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের’র সর্বাক্ষণিক পাশে থেকে তিনি কাজ করেছেন।সকল জাতীয় নির্বাচনে তিনি প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেন। আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে তিনি বেশ কয়েকবার কারাবরণ করেন। এভাবে দির্ঘ্য ৩২ বছর ধরে আওয়ামী রাজনীতির সাথে সক্রিয় ভাবে ছিলেন। কর্মদক্ষতার পরিচয় দিয়ে সর্বশেষ ইস্কান্দার মির্জা শামীম এর আগেও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ছিলেন।