নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপি নেতার বক্তব্য ঘিরে সমালোচনা চলছে। উপজেলার চরক্লার্ক ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ বশির আহমেদের বক্তব্যের ১ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
বশির আহমেদ বলেন, তাদের দল (জামায়াতে ইসলামী) ছাড়া সাধারণ মানুষের উপকৃত হওয়ার সম্ভাবনা নেই। এদেরকে মুনাফেক বলতে হবে। মুনাফেক হবে সেই জাতি যারা হুজুর পাক (সা.) এর সাথে যুদ্ধে গিয়ে পেছন থেকে ব্যাক করেছে। জামায়াতে ইসলামী হলো তেমনি একটি জাতি। এরা ৯৬ সালে আওয়ামী লীগের কাঁধে উঠে শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। সে আন্দোলনে এদেশের হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। যারা প্রাপ্ত বয়স্ক তারা সে সময়ের আন্দোলনের নমুনা দেখেছি। এই জন্য জামায়াত থেকে দূরে থাকতে হবে। এদের কথার সাথে কাজের কোনো মিল নেই।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো। যেহেতু আমরা বিএনপি করি তাই এই দুই নেতা এবং উপজেলা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব।
গত ২৯ মার্চ সুবর্ণচরের কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রদলের নেতাকর্মীদেরকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বশির আহমেদ এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে চরক্লার্ক ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আহমেদের বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।
মো. আব্দুল মান্নান তালিব নামে এক জামায়াত নেতা বলেন, ১৯৯৬ সালে বিএনপির বিরুদ্ধে জামায়াতে ইসলামী আন্দোলন না করলে, তারা বিনাভোটের সরকার হিসেবে থাকতে পারতো।
মো. নুরুল আবসার নামের এক জামায়াত কর্মী বলেন, জামায়াত ইসলামীর বিরুদ্ধে এ যাবত কেউ উল্টো পাল্টা বক্তব্য দিয়ে টিকতে পারেনি, আপনারাও পারবেন না।
ওই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন চরক্লার্ক ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আহমেদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমি যা বলেছি তাতে অটল আছি। আমি তো মিথ্যা বলিনি। আমার কাছে বক্তব্যের ব্যাখ্যা আছে। জামায়াত সব সময় স্বৈরাচারের সঙ্গে থেকে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু জামায়াতের কোনো নেতৃবৃন্দ আমাকে বক্তব্য নিয়ে কোনো কথা না বললেও কিছু কিছু নেতাকর্মী ফেসবুকে আমার বাবা-মাকে জড়িয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিচ্ছে। আমি তার তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন বলেন, জামায়াতের বিষয়ে এমন বক্তব্যে আমরা কোনো প্রতিবাদ জানাইনি। তবে স্থানীয়ভাবে নেতাকর্মীরা প্রতিবাদ করেছে। এছাড়াও এলাকাবাসী এসবের বিপক্ষে রয়েছে।