ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২৯, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

সুনামগঞ্জে শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়ি ভাঙচুর


নিউজ ডেস্ক
১৭:২২ - বৃহস্পতিবার, জানুয়ারী ২৯, ২০২৬
সুনামগঞ্জে শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়ি ভাঙচুর

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে দিরাইয়ের তাড়ল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী শিশির মনিরের নির্বাচনী প্রচারণা শেষে তার প্রচারের গাড়িটি দিরাইয়ের তাড়ল এলাকায় আসা মাত্র দুটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় এসে শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। 


দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, দিনব্যাপী নির্বাচনী প্রচারণা শেষে যখন জামায়াত প্রার্থীর নির্বাচনী গাড়িটি দিরাইয়ের তাড়ল এলাকায় আসে তখন দুর্বৃত্তরা তার গাড়ি ভাঙচুর করে। তবে সেই দুজনের হেলমেট পরা থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আসামিদের চিহ্নিত করতে পুলিশ চেষ্টা করছে।