বাগেরহাট প্রতিনিধি:: ২০২৪ সালের ব্যবসায়িক অর্জন ও ২০২৫ সালের পরিকল্পনা বিষয় নিয়ে অগ্রনী ব্যাংক পিএলসি বাগেরহাট অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাট জেলা শহরের মিঠাপুকুর পাড় এলাকায় ব্যাংকের আঞ্চলিক কার্য্যলয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অগ্রনী ব্যাংক পিএলসি খুলনা আঞ্চলিক মহাব্যবস্থাপক মোঃ নুরুল হুদা।
ব্যাংকের বাগেরহাট অঞ্চলিক প্রধান সহকারী মহাব্যবস্থাপক বিপুল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলন ও ২০২৪ সালের পদোন্নতিপ্রাপ্ত নিবার্হী ও কর্মকর্তাদের সংম্বর্ধনা মোটিভেশনাল গেট টুগেদার এবং অগ্রনীয়ান নাইট শিরোনামের এ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ২০২৫ সালের পরিকল্পনা হিসাবে নতুন ঋন বিতারন, বিতারন ঋন রিকভার রাখা, ডিপোজিট ও নতুন হিসাব খোলার সংখ্যা বৃদ্ধি করতে হবে।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সহকারী ব্যবস্থাপক এম রাফিউল কবীর। এ ছাড়া পদোন্নতিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন ব্যাংকের বাগেরহাট অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক তপন কুমার বৈরাগী, মলয় কুমার বিষ্ণু, শংকর কুমার দাশ ও অজয় কুমার দাস। সভাপতির বক্তব্যে বিপুল মন্ডল সকল কে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের প্রধান অতিথি মোঃ নুরুল হুদা মহোদয়ের সার্বিক সহযোগিতায় অগ্রনী ব্যাংক পিএলসি বাগেরহাট অঞ্চলে ব্যবসায়িক সফলতা এসেছে। যার ফলে একাধিক নির্বাহী ও কর্মকতাদের পদোন্নতি হয়েছে।#