ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

আজ থেকে বেনাপোল-ঢাকা রুটে চলবে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’


নিউজ ডেস্ক
৬:৩৫ - মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
আজ থেকে বেনাপোল-ঢাকা রুটে চলবে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’

দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা নতুন রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে আজ। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ চলাচল উদ্বোধন করবেন। ট্রেনটি পৌনে চার ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছাবে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ সোমবার। নতুন এ ট্রেনে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে বেনাপোল পৌঁছানো যাবে। বর্তমানে ট্রেনে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে বেনাপোল যেতে সাত ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে। পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল নতুন রুটে ট্রেন চলাচল শুরু হলে যাত্রীদের বেনাপোল থেকে ঢাকা যেতে প্রায় চার ঘণ্টা সময় বাঁচবে।

বেনাপোল থেকে ৮২৭/৮২৮ রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে বেলা পৌনে ১১টায় ছেড়ে দুপুর ২টা ২৫ মিনিটে বেনাপোল পৌঁছাবে। আবার বেনাপোল থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে। ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন থেকে যাত্রী ওঠাবে।

৭৬৮ আসনের ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে খুলনা পর্যন্ত শোভন চেয়ার ৪৪৫, স্নিগ্ধা ৭৪০, এসি সিট ৮৮৫ এবং এসি বার্থের ভাড়া এক হাজার ৩৩০ টাকা। এছাড়া সব শ্রেণির ভাড়ার সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত হবে।