শায়খ আহমাদুল্লাহর প্রতি ভালোবাসা থেকে সম্প্রতি বন্যায় আশ্রয়কেন্দ্রে থাকাকালীন অবস্থায় জন্ম নেওয়া এক শিশুর নাম রাখা হয় আমদুল্লাহ। নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর হাইস্কুল আশ্রয়কেন্দ্রে জন্ম হয় শিশুটির।
৩১ আগষ্ট রাত সাড়ে ১২ টার দিকে এক গর্ভবতী নারীর প্রসব বেদনা উঠলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নোয়াখালীর প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে তার পরিবার অতঃপর সেই নারীকে অ্যাম্বুলেন্সে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। পরে ১ লা সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে জন্ম হয় শিশুটির।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশুটি ও তার পরিবারের জন্য নগদ টাকা, খাবার, জামা-কাপড়সহ বেশকিছু উপহার দেওয়া হয়েছে এবং হাসাপাতালে যাওয়া-আসা,ঔষুধ কিনে দেওয়াসহ যাবতীয় খরচ আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করা হয়েছে।
শায়খ আহমদুল্লাহর প্রতি ভালোবাসা থেকে ও আশ্রয়কেন্দ্রে থাকাকালীন অবস্থায় জন্ম নেওয়া এই
শিশুটির পরিবার মনে করে একদিন শায়েখ আহমাদুল্লাহর মতো লাখো মানুষের আশ্রয়দাতা হবে এই শিশু। এবং এই ভাবণা থেকেই শিশুটির পরিবার তার নাম রেখেছে তাহসিন ইসলাম আহমাদুল্লাহ।