ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন


হারুন অর রশিদ রাজিব
১৪:২৩ - সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২
চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার সোমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হায়দার সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে ছিলেন উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ উল্যা পাটোয়ারী, আহসান হাবিব সমিরসহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার জন্য সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব তৈরি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।