ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

বিদ্রোহের মাঝেই ১২ নারী ফুটবলার নিয়ে অনুশীলনে কোচ


নিউজ ডেস্ক
৫:৩২ - শনিবার, ফেব্রুয়ারী ১, ২০২৫
বিদ্রোহের মাঝেই ১২ নারী ফুটবলার নিয়ে অনুশীলনে কোচ

মাঠ সমস্যার জন্য গত কয়েকদিন মাঠে অনুশীলন হয়নি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। আজ (শনিবার) সকালে ব্রিটিশ কোচ পিটার বাটলার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১২ নারী ফুটবলার নিয়ে অনুশীলন করিয়েছেন। ক্যাম্পে ৩১ জন থাকার কথা থাকলেও, কোচের বিরুদ্ধে বিদ্রোহের কারণে ফুটবলারদের বড় একটি অংশ অনুশীলনে নেই। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে আজই ছিল বাটলারের প্রথম অনুশীলন। 

বাফুফে ৩১ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল। এর মধ্যে আনাই মগিনি এখনও যোগ দেননি। বাকি ৩০ জনের মধ্যে ১২ জন বাটলারের প্রথম অনুশীলন করেছেন। তারা হলেন– রিপা, আইরিন, কোহাতি কিসকু, প্রান্তি, স্বপ্না, ইয়ারজান, অর্পিতা, হালিমা, আকলিমা, মুনকি, সুরমা ও প্রীতি।

জাতীয় দলের বাকি ১৮ জন অনুশীলন বয়কট করেছেন। সাবিনা, কৃষ্ণা, মারিয়া, সানজিদা, মাসুরা, মারিয়া, মনিকা, ঋতুপর্ণা, রুপ্না চাকমার মতো সিনিয়র খেলোয়াড়ের পাশাপাশি আফিদা–নীলার মতো উঠতি কয়েকজনও আছেন এই বয়কটে। তারা গত পরশু (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন বাটলারের অধীনে কোনও অনুশীলন করবেন না। তাকে বাফুফে কোচ পদে বহাল রাখলে তারা ফুটবল থেকেই সরে যাবেন। সেই অবস্থানে অনড় থাকায় আজ তারা অনুশীলনে উপস্থিত হননি।

সাফের আগে থেকেই কোচের সঙ্গে নারী ফুটবলারদের দূরত্ব। পরে সাফের মাঝেই সেটি প্রকাশ্যে আসে। সাফ চ্যাম্পিয়ন হলেও সাবিনা খাতুনরা নাখোশ ছিলেন কোচ বাটলারকে নিয়ে। বাফুফে খেলোয়াড়দের সমস্যার বিষয়টি গুরুত্ব না দিয়ে দুই বছরের জন্য কোচের সঙ্গে চুক্তি করে। উদ্ভুত এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে একটি বিশেষ কমিটি করেছে বাফুফে। আজ বিকেলে সেই কমিটির সভা হওয়ারও কথা রয়েছে।