তিতুমীর কলেজ প্রতিনিধি:: পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ৩৫ দিনের ছুটি শেষে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে তিতুমীর কলেজ ক্যাম্পাস। ১১ একরের এই শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। দীর্ঘ বিরতির পর ক্লাস, আড্ডা আর বন্ধুদের হাসি-ঠাট্টায় যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ক্যাম্পাস।
তবে ক্যাম্পাস খোলার প্রথম দিনেই শ্রেণিকক্ষে পাঠদান ছিল অনেকটাই শিথিল ও শুনশান। ক্লাসের ব্যস্ততা না থাকায় শিক্ষার্থীরা সময় কাটিয়েছেন মূলত আড্ডায়। বহুদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় জমে ওঠে গল্পের আসর। ক্লাস শেষে অনেকেই বন্ধুদের সঙ্গে মেতে ওঠেন আড্ডা আর খুনসুটিতে। সেই সঙ্গে চলছিল ঈদের শুভেচ্ছা বিনিময়।
তবে রোববার (১৩ই এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের আড্ডাস্থল, ক্যান্টিন, লাইব্রেরি এবং বিভিন্ন বিভাগীয় সেমিনার কক্ষগুলো প্রাণবন্ত। বেলায়েত চত্বর, মামুন চত্বর, বরকত মিলনায়তন, শহীদ মিনার, পুষ্পকানন ও শাকিল চত্বরে শিক্ষার্থীরা জমিয়ে তুলেছে আড্ডা। এর মধ্যে সবচেয়ে জমজমাট ছিল মামুন চত্বর।
সেখানে আড্ডায় ব্যস্ত ছিলেন বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাঈব, নাঈম, আরিফুল, রাইসুল ও রিফাত। তারা বলেন, ঈদের পরে আবার সেই প্রিয় ক্যাম্পাসে আমাদের কী যে আনন্দ আর উচ্ছ্বাস, তা ভাষায় বোঝানো যাবে না। এখনো আমাদের কিছু বন্ধু-বান্ধব উপস্থিত না থাকলেও আনন্দ-উচ্ছ্বাসে আমাদের কোনো ঘাটতি নেই ।
অন্যদিকে, শিক্ষার্থীদের ফেরার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন দোকানপাটও খুলেছে পুরোদমে। শিক্ষার্থীরা ফিরে আসায় আবারো প্রান ফিরে পেয়েছে শাকিল চত্বর।