ঢাকা শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের ৩য় শ্রেণীর ১৭তম সমাপনী পরীক্ষা


নিউজ ডেস্ক
১০:৫৯ - রবিবার, নভেম্বর ১৯, ২০২৩
নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের  ৩য় শ্রেণীর ১৭তম সমাপনী পরীক্ষা

নূরানী বোর্ড সূত্রে জানা যায়, আগামী ১৮ নভেম্বর (শনিবার) সকাল থেকে সারা দেশের মোট ৭৫২টি কেন্দ্রে সমাপনী পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেবেন ৪৯ হাজার ৪ শত ৯৪ জন ছাত্র-ছাত্রী।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন গণমাধ্যমকে বলেন, শিশুশিক্ষার উন্নয়ন, নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে নুরানী বোর্ড। নুরানী বোর্ড নিবন্ধিত ২ হাজার ৯ শত ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান সাধারণত জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু করে। এরই প্রেক্ষিতে  নভেম্বর মাসেই আমরা পরীক্ষা নিয়ে থাকি। এ বছরও এর ব্যতিক্রম নয়। তাই শিশুদের এই সমাপনী পরীক্ষা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি।


পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, টালমাটাল  একটি সময়ের মধ্যেও নুরানি বোর্ডের সমাপনী পরীক্ষা নিতে হচ্ছে। শিশুদের সুন্দর আগামী গড়তে গতিশীল শিক্ষাকার্যক্রমের কোন বিকল্প নেই। তাই পরীক্ষা সফলভাবে বাস্তবায়নে আইন শৃঙ্খলাবাহিনী, পরীক্ষক-নেগরান ও মাদরাসা কর্তৃপক্ষসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।



 তিনি আর ও বলের  পরীক্ষা চলাকালীন সকল কাজ তদারকি করতে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সুবিধা-অসুবিধা, অভিযোগ-অনুযোগ বা মতামত জেনে সমাধান করতে মনিটরিং সেল কাজ করবে। এ বছর সমাপনী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করবেন মাওলানা আবু বকর সিদ্দিক। 


সবমিলিয়ে নূরানী বোর্ড সমন্বয়কসহ,  নূরানী আওতাভুক্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে, যে কোন পরিস্থিতিতে তারা পরিক্ষার্থীদের পাশে রয়েছেন।