ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের 'ভয়েস ফর প্যালেস্টাইন' কর্মসূচি পালন


নিউজ ডেস্ক
৮:৩১ - সোমবার, এপ্রিল ৭, ২০২৫
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের 'ভয়েস ফর প্যালেস্টাইন' কর্মসূচি পালন

তিতুমীর কলেজ প্রতিনিধি:: ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের "ভয়েস ফর প্যালেস্টাইন" কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

সোমবার (৭ মার্চ) বেলা ১১ টায় মিছিলটি ক্যাম্পাসের মূল ফটক থেকে শহীদ মামুন চত্বর-পতাকা মঞ্চ প্রদক্ষিণ করে প্রধান ফটকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এ সময় তিতুমীর কলেজের শিক্ষকরা তাদের বিক্ষোভে একাত্মতা জানায়। 

তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন: ইসরায়েলের এই অমানবিক কর্মকান্ডের জন্য সমগ্র বিশ্ব বিবেক নড়ে বসেছে , আমরা ধিক্কার জানাই এই কর্মকান্ডের। মহান রাব্বুল আলামিনের কাছে বিনীত প্রার্থনা তিনি যেন ফিলিস্তিনবাসীকে রক্ষা করেন। আশা করি সমগ্র বিশ্ব মুসলিম এগিয়ে আসবে, সমগ্র বিশ্ব যদি এক হয় তাহলে ইসরায়েলের কালো হাত অবশ্যই ধুমরে-মুছরে যাবে।

পরে শিক্ষার্থীরা মিছিলটি নিয়ে ওয়ারলেস-টিবিগেইট হয়ে গুলশান-১ চত্বরে কিছুক্ষণ অবস্থান নেয়। এসময় তারা ইসরাইলের পতাকা দাহ করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। নারায়ে তাকবির,আল্লাহু আকবার ,ফ্রি ফ্রি প্যালেস্টাইন , ফ্রম দা রিভার টু দ্যা সি প্যালেস্টাইন উইলবি ফ্রি,প্যালেস্টাইনে হামলা কেন জাতিসংঘ জবাব চাইসহ অন্যান্য স্লোগান দিতে থাকে। 

এরপর গুলশান-১ থেকে মিছিলটি ক্যাম্পাসে ফিরে পতাকা মঞ্চে সবাই জড়ো হয়। কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাঝখানে বাংলাদেশের পতাকা ও দুই প্রান্তে ফিলিস্তিনের পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন।