ঢাকা শনিবার, অক্টোবর ১২, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

ইফতার করতে ভুলে গেলে অসুবিধা হবে কি?


super admin
২০:৫৫ - বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২
ইফতার করতে ভুলে গেলে অসুবিধা হবে কি?

শায়খ মাহমুদুল হাসান: রোজা রাখার পর যথাসময়ে ইফতার করতে ভুলে যাই। তারপর মাগরিবের ফরজ নামাজ আদায় করার পর ইফতারের কথা মনে পড়লে-আমি ইফতার করি। এভাবে বিলম্ব ইফতার কারণে কি আমার রোজা ভেঙে যাবে?

এর উত্তর হলো- না, বিলম্বে ইফতার করার কারণে আপনার রোজা ভঙ্গ হবে না। আপনার রোজা হয়ে যাবে। তবে উত্তম হলো- যথাসয়ে ইফতার করা। যথাসময়ে ইফতার করতে না পারলেও রোজার কোনো সমস্যা হবে না। (সূত্র: সহিহ বুখারি, হাদিস : ১৯৫৭; মুয়াত্তা মালেক, হাদিস : ১০১৩; আল-উম, ইমাম শাফেয়ি : ২/১০৬)

ইফতারের সময় দোয়া পড়া

ইফতারের সময় যে দোয়া পড়তে হয়— তা জেনে রাখলে ও পড়লে; সুন্নত পালন হয়। আল্লাহ তাআলা সওয়াব ও উত্তম প্রতিদান দান করবেন। দোয়াটি হলো-

আরবি 

بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

ADVERTISEMENT


উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু।

অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিজের মাধ্যমে ইফতার করছি। (মুআজ ইবনে জাহরা থেকে বর্ণিত, আবু দাউদ, হাদিস : ২৩৫৮)

ইফতারের পরের দোয়া

«ذَهَبَ الظَّمَأُ، وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ عَزَّ وَجَلَّ»

উচ্চারণ : জাহাবাজ্-জামাউ, ওয়াব্ তাল্লাতিল উরুকু, ওয়া ছাবাতাল আজরু, ইনশাআল্লাহু তাআলা।

অর্থ : (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো। (আবু দাউদ, হাদিস : ২৩৫৭)