সরকারি তিতুমীর কলেজস্থ বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) কলেজের গণিত বিভাগের রুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাগেরহাট জেলার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি বলেন, "গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীসহ দেশের মানুষের জন্য নতুন বাংলাদেশ গড়তে হবে।"
বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি বলেন, "শিক্ষার্থীদের মত প্রকাশ ও সুবিধা-অসুবিধার বিষয়ে আগে কোনো সংগঠন কাজ করতো না। এখন আমরা এ সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি। ভর্তি সহায়তা থেকে শুরু করে নানা কর্মসূচি বাস্তবায়ন করছি।"
সংগঠনের সাধারণ সম্পাদক মোল্যা জুলকার নাইন নুহূ বলেন, "তিতুমীরে অধ্যয়নরত বাগেরহাটের সকল শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করবো।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও পরিবেশ পরিষদের উপদেষ্টা এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, সালেহ আহমেদ বাপ্পি, শারমিন সুলতানা রুমা, শিক্ষা ও পাট চক্র সম্পাদক রেমি ইসলামসহ উপদেষ্টা রফিকুল ইসলাম রাজিব, শফিকুল ইসলাম জুয়েল, ইমরান হোসাইন, বেল্লাল হোসেন মধু, শাহারিয়ার হৃদয় আপনসহ আরও অনেকে।
এছাড়াও সংগঠনের সভাপতি পিয়াস হাওলাদার, সাধারণ সম্পাদক মোল্যা জুলকার নাইন নুহূ, সোলাইমান, সাইফুল ইসলাম তানিফ, আলামিন রাহাতসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিতুমীরস্থ বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে বাগেরহাট থেকে তিতুমীর কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে। তাদের শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তায় সংগঠনটি বিশেষ ভূমিকা পালন করছে।