ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

দেশব্যপী শেখ জাহিদ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ


নিউজ ডেস্ক
১৬:৫৮ - বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
দেশব্যপী শেখ জাহিদ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের শেখ জাহিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সহস্রাধিক গরীব, অসহায় এবং বিশেষ চাহিদা সর্ম্পুনদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। প্যাকেজে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি তেল-লবন ৬ প্যাকেট সেমাই ও ২ কেজি করে চিনি দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার থেকে বিতরণ কার্যক্রম চলছে। কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর উত্তরা, গুলশানসহ ঢাকা, সিলেট, খুলনা ও পাবনার বিভিন্ন উপজেলায় এসব বিতরণ করা হয়। 

ঢাকায় ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরব আমিরাত এম্বেসী বাংলাদেশের বৈদেশিক সাহায্য সংস্থার পরিচালক রাশেদ আল মাইল আল জাবি, বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজী সোসাইটির চেয়ারম্যান মো: এনামুল হক খন্দকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো:সাহাব উদ্দিন আহাম্মদ। উপজেলা পর্যায়ে উপস্থিত ছিলেন সরকারী কর্মাকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।