ঢাকা শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

Popular bangla online news portal

Janata Bank

এ ব্যাথা মা কোথায় লুঁকাবে


নিউজ ডেস্ক
১২:৫৩ - রবিবার, জুন ১৯, ২০২২
এ ব্যাথা মা কোথায় লুঁকাবে

খাদিজা ইসলাম 


চোখের সামনে হারায় গেলো,

 মায়ের খোকামণি। 

বুকের ধন খুঁজিয়া ফিরিয়া,

কেঁদে হারাবে চোখের মণি। 



সবই ফিরবে নতুন রুপে, 


সময়েরই স্রোতে! 


ফিরবেনা শুধু মায়ের নাড়ী ছেড়া ধন, 


কত যে স্তব্ধ হয়ে কেটে যাবে দিনক্ষণ। 



দুঃখ মা কোথায় লুঁকাবে,


নিজেকে সে কিভাবে সামলাবে?


ক্ষনিক বাদে বাদে স্মৃতির নীলয়ে, 


পাবেনা মানিক রতন বুকের আলয়ে, 


 এ ব্যাথা কোথায় লুঁকাবে?