ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ২৮, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

বাংলাদেশের সামাজিক সমস্যায় করণীও


নিউজ ডেস্ক
১৬:৫৭ - বুধবার, জানুয়ারী ১০, ২০২৪
বাংলাদেশের সামাজিক সমস্যায় করণীও

সুমাইয়া ইসলাম:: আমাদের সমাজ ও সামাজিক সমস্যা ওতপ্রোত ভাবে জড়িত । সমাজ ব্যবস্থার শুরু থেকে নানা রকম সামাজিক সমস্যার কথা ইতিহাসের পাতায় জানতে পাড়ি, আর এই সামাজিক সমস্যা এখনও বিরাজমান। তবে বদলেছে সমস্যার প্রকৃতি ও ধরনে । সামাজিক সমস্যা হলো সমাজের এমন একটা অস্বাভাবিক অবস্থা যা অধিকাংশ লোককে প্রভাবিত করে এবং এ অবস্থা থেকে উত্তরণের জন্য সকলকে একযোগে পরিকল্পনা মতে চলতে হয়। 

সামাজিক পরিবর্তন সম্পর্কে আমরা যেমন জানি তেমনি এর সাথে সামাজিক সমস্যা সৃষ্টির গভীর সম্পর্ক রয়েছে। অপরিকল্পিত সামাজিক পরিবর্তনের ফলে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কার্যকারিতা কিংবা ভূমিকা পালনের ব্যর্থতাই সামাজিক সমস্যার সৃষ্টি করে। সমাজভেদে সামাজিক সমস্যার ধরণ পরিবর্তিত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বহু সামাজিক সমস্যা আমরা দেখতে পাই। সামাজিক পরিবর্তনের সাথে সামাজিক নৈরাজ্য, মূল্যবোধের অবক্ষয়, নারীর প্রতি সহিংসতা, এইচআইভি এইডস, সড়ক দুর্ঘটনা, জঙ্গিবাদ , দুর্নীতি ইত্যাদি সম্পর্কেও আমরা নানা ভাবে জানতে পারি।


সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় রোধে পদক্ষেপ

১। সামাজিক আন্দোলন ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।

২। আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নে সচেষ্ট হতে হবে।

৩। অপসংস্কৃতি রোধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ। 

৪। দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধে কর্মক্ষেত্রে জবাবদিহিতা ও সচেতনতা।

৫। ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন।                               

৬। সমাজের হিংসাত্মক কার্যক্রম রোধে সচেতনতা সৃষ্টি।

৭। আইনের শাসন প্রতিষ্ঠা ।


জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইডি: ০৫ , ব্যাচ: ২৯