ঢাকা বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদনে তিতুমীর কলেজে মিষ্টি বিতরণ


নিউজ ডেস্ক
৭:৪১ - রবিবার, জানুয়ারী ২৫, ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদনে তিতুমীর কলেজে মিষ্টি বিতরণ

তিতুমীর কলেজ প্রতিনিধি: দীর্ঘদিনের জটিলতা ও আন্দোলনের পর রাজধানীর সরকারি সাত কলেজকে একীভূত করে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ অনুমোদিত হয়েছে। এই উপলক্ষ্যে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।


রবিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় আনন্দ মিছিল শুরু হয়। কলেজের শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে মহাখালী ওয়ারলেস গেট প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাস প্রধান ফটকের সামনে এসে মিছিল শেষ হয়। তারপর‌ই শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করে।


এ সময় শিক্ষার্থীরা বলেন, অবশেষে বহু বাধা-বিপত্তি অতিক্রম করে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনুমোদন হয়েছে। এতে শিক্ষার্থীদের বিজয় হয়েছে। অধ্যাদেশ পেয়ে আমরা সবাই খুব আনন্দিত।


শিক্ষার্থীরা আরও বলেন, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, যেন দ্রুত ভিসি নিয়োগসহ সব ধরনের প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়।