ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২২, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

তিতুমীর কলেজে রেড ক্রিসেন্টের উদ্যোগে রক্তদান কর্মসূচি


নিউজ ডেস্ক
১৩:০০ - বুধবার, জানুয়ারী ২১, ২০২৬
তিতুমীর কলেজে রেড ক্রিসেন্টের উদ্যোগে রক্তদান কর্মসূচি

সরকারি তিতুমীর কলেজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে মোট ২৩ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে অধিকাংশই ছিলেন নারী শিক্ষার্থী।



কর্মসূচির শুভ উদ্বোধন করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দিন আহমদ। এ সময় তিনি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এম. এম. আতিকুজ্জামান, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিমল চন্দ্র দাস, তিতুমীর রেড ক্রিসেন্টের ডেপুটি প্রফেসর ইনচার্জ ইব্রাহিম আহসান এবং দলনেতা মো. ওয়াহিদ ইসলাম অনিক।



রক্তদান কর্মসূচিতে সার্বিক সহযোগিতা ও চিকিৎসাসেবা প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্ত বিভাগের মোটিভেশন অফিসার, মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 



আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের মানবিক কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে।