ঢাকা শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

ডাকাতি মামলায় জামিনে বের হয়ে ফের ডাকাতি


নিউজ ডেস্ক
৪:০৩ - বৃহস্পতিবার, নভেম্বর ১৬, ২০২৩
ডাকাতি মামলায় জামিনে বের হয়ে ফের ডাকাতি

ডাকাতির মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. ইউসুফ ওরফে কালা (৩৪)। পরে জামিনে বের হয়ে ফের ডাকাতির প্রস্তুতিকালে ৫ সহযোগীসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন ইউসুফ। এ সময় আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে বেগমগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। 

গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার কুশাখালী ইউনিয়নের পূর্ব কল্যানপুর গ্রামের তছির আহাম্মদের ছেলে মো. ইউসুফ ওরফে কালা (৩৪), একই উপজেলার চরশাহী ইউনিয়নের মৃত আবুল কালের ছেলে মো. মনির হোসেন (৩০), ফেনী সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের আবুল খায়েরের ছেলে মো. গিয়াস উদ্দিন (৩৪), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের মৃত লোকমান হোসেনের ছেলে মো. আজাদ (৩৪), একই ইউনিয়নের সফিক (২৬) ও সালা উদ্দিন (৩০)।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ইউসুফ, মনির ও গিয়াস উদ্দিন পুরাতন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে কারাভোগ করছিলেন। জামিনে বের হয়ে একত্রিত হয়ে ফের ডাকাতির প্রস্তুতি নেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে জিরতলী ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে ৩ সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি হাসুয়া, দুইটি ক্রিজ, দুইটি কোরা বাড়াল, একটি গ্রিল কাটার ও একটি টর্চলাইট উদ্ধার করা করা হয়।

তিনি আরও বলেন, আসামিরা সিএনজি ভাড়া করে দিনের বেলায় বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ডাকাতি করার জন্য পছন্দমতো বাড়ি  খুঁজতো এবং তথ্য সংগ্রহ করত। সময় সুযোগ বুঝে ডাকাতি করার চেষ্টা চালাতো। পরে ডাকাতি শেষে নোয়াখালীর বাইরে ঢাকা, খাগড়াছড়ি, ফেনীসহ বিভিন্ন জেলায় পালিয়ে থাকতো। আমরা তাদের আদালতে সোপর্দ করেছি। তাদের রিমান্ড প্রার্থনা করা হবে। সেখানে বিস্তারিত তথ্য পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।