কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বন্যা কবলিত মানুষের খাদ্য সহ বিভিন্ন সংকট মাথায় রেখে মেহেরপুর ভাবনা নামের একটি সংগঠনের সদস্যরা মেহেরপুর ও মুজিবনগরে বিভিন্ন স্থানে অর্থ ও গনত্রান সংগ্রহ করে।
৫০০ পরিবারের শুকনা খানার ও ওষুধ বিতরন করে। সেই সাথে দশটি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিষ বিতরণ করেন। তাদের এই কাজে সহযোগিতা করেছে মুজিবনগর ও মেহেরপুরের সাধারন মানুষজন।
মেহেরপুর ভাবনার প্রধান সমন্বয়কারী রাতুল আহমেদ বলেন বন্যার্তদের সহযোগিতা করার লক্ষ্যে শুরুতে ছোট পরিসরে নগত অর্থ সংগ্রহ শুরু করে সংগঠনের সদস্যরা মেহেরপুর ও মুজিবনগরবাসী আমাদের আহবানে সাড়া দিয়েছে। তাদের সহযোগিতা করা দেখে আমি আপ্লূত। পরবর্তীতে আমরা বড় পরিসরে চিন্তা করি আলহামদুলিল্লাহ আমরা ৫০০ র বেশি পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি। আমরা ৫০০ ত্রান এর পাশাপাশি ৩০০ জনকে পোষাক বিতরণ করেছি।
সংগঠনটির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ জানান বন্যার্তদের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শুকনা খাবারের দিকে আমরা গুরুত্ব দিয়েছি। আমরা ৫০০ পরিবারকে চিড়া, মুড়ি, চিনি, খেজুর, বিস্কুট, বিশুদ্ধ পানি জরুরি ওষুধ ও মেয়েদের ন্যাপকিন প্যাড বিতরণ করেছি। এছাড়াও কিছু পরিবারকে চাল,ডাল, তেল, পেয়াজ, রসুন ও মশলা বিতরন করি।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সোহেল,হাসিব, অলিফ, শাওন, সামি, চুষার ও সংগঠনের অন্যান্য সদস্যরা।