ঢাকা সোমবার, মার্চ ১৭, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার হবে না : দুলু


নিউজ ডেস্ক
১৬:১২ - রবিবার, মার্চ ১৬, ২০২৫
নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার হবে না : দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কিমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশে সংস্কারের কথা যারা বলছেন, তাদের ভাবা উচিত সংস্কার তো করবে রাজনীতিবিদরা, সংস্কার করবে সংসদের নির্বাচিত প্রতিনিধিরা। নির্বাচিত প্রতিনিধি ছাড়া কোনো সংস্কার অতীতেও হয়নি। আগামীতেও হবে না। তাই সংস্কারের কথা বলে নির্বাচন করতে সময়ক্ষেপণ করা যাবে না। 

রোববার (১৬ মার্চ) বিকেলে নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়ায় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখেছিল রাষ্ট্র সংস্কার হবে, সরকারি অফিস আদালতে ঘুষ-দুর্নীতি কমবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু অন্তর্বর্তী সরকার এখনো রাষ্ট্রের দৃশ্যমান কোনো সংস্কার করতে পারেনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। 

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে অর্জন, সেই অর্জন যেন ব্যাহত না হয়। জানি, ক্ষমতার চেয়ার ও পতাকাযুক্ত গাড়ি ছাড়তে আপনাদের (অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের) কষ্ট হচ্ছে। এদিকে আমরা ৪০ বছর রাজনীতি করে বাড়িঘর ছেড়ে বছরের পর বছর জেল খেটে রাজনীতি করেছি। রাজনীতিবিদরাই স্বপ্ন দেখে এমপি-মন্ত্রী হওয়ার। কিন্তু হঠাৎ করে পতাকা পেয়ে, এসি গাড়ি পেয়ে আপনারা যদি মনে করেন সব ভুলে গেলাম তাহলে কিন্তু এটা ঠিক না। কেননা এদেশের মানুষ যেমন সম্মান দিতে জানে, আবার সম্মান কেড়েও নিতে জানে। 

দিঘাপাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।