ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

‘মা অপেক্ষায়, বাড়ি যে ফিরতেই হতো’


নিউজ ডেস্ক
৬:২৬ - রবিবার, মার্চ ৩০, ২০২৫
‘মা অপেক্ষায়, বাড়ি যে ফিরতেই হতো’

‘গতকালও জানতাম না ছুটি পাবো। আজ সকালে বাসা থেকে বের হতেই বসের ফোন, মুন্না বাড়ি যাও, অফিসে আসতে হবে না। মনটা খুশিতে ভরে গেলো। মা অপেক্ষায়, বাড়ি যে ফিরতেই হতো।’

গাবতলী রজব আলী মার্কেট বাস কাউন্টারের সামনে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন একটি মোবাইল কোম্পানিতে চাকরি করা মুন্না।

তিনি বলেন, ছুটি মিলতেই দৌড় দিছি গাবতলীর দিকে। শুধু ব্যাগটা বদলে কিছু কাপড়-চোপড় নিয়েছি। দুদিন ধরে মায়ের সঙ্গে কথা বলা কঠিন হচ্ছিল। যখন শুনেছে আসবো না তখন থেকেই মন খারাপ। তবে মা বলতো, দেখিস তুই কিন্তু ছুটি পাবি এবং আসবিও। তাই হতে যাচ্ছে। মায়ের কথা সত্যি হওয়ায় আনন্দটা যেন আরও বেশি কাজ করছে।

রোববার (৩০ মার্চ) সকাল ৮ থেকে সাড়ে ১০টা পর্যন্ত সরেজমিন গাবতলী এলাকায় দেখা যায়, আজও নাড়ির টানে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন মানুষ। আগাম টিকিট কাটা যাত্রীর চেয়ে তাৎক্ষণিক টিকিট নিয়ে বাসে উঠতে চাওয়া যাত্রীর সংখ্যাই বেশি।

যাত্রীদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, কারো মিলেছে শেষ সময়ে ছুটি, কারো কম ছুটি, কেউবা শেষ মুহূর্তে বাড়ি যেতে চাইছেন ব্যস্ততা সেরে।

গাইবান্ধা রুটের অরিন বাসের যাত্রী ফরহাদ। অপেক্ষা করতে দেখা যায় কাউন্টারের সামনে। তিনি ঢাকা পোস্টকে বলেন, বাড়িতে মা, বোন থাকে। ঢাকায় বাবা আর আমি গার্মেন্টসে চাকরি করি। বাবা কালই চলে গেছে। আজ আমি। ছুটিটা মা আর বোনের সঙ্গে কাটাবো ভাবতেই ভালো লাগছে।

ফরহাদ বলেন, আমি তো কিছু কেনার সময় পাই নাই। কাল রাতে কেনাকাটা করছি বলেই রাতে ফিরতে পারিনি। তবে মা বলছে, তোরে কিছু কিনতে হবে না, তুই তবুও বাড়ি আয়। 

তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে এবার নেত্রকোনা না গিয়ে রাজশাহী বাঘমারায় ঈদ করতে যাচ্ছেন স্কুল শিক্ষক হারুন অর রশীদ। 

তিনি বলেন, ঈদের ছুটি যে বেশি হবে এতো কিছু ভাবি নাই। তবুও ৬/৭ দিন থাকা হবে, এইটা বা কম কি। সবসময় তো নিজের বাড়িতেই যাই, এবার শ্বশুর বাড়িতে যাচ্ছি। বাচ্চারা খুশি, খুশি স্ত্রীও।

তবে যথারীতি বাস কাউন্টার থেকে যাত্রী কম বলে আহাজারি শ্রমিকদের। রাস্তায় হাঁক-ডাকে যাত্রীও টেনে তুলতে দেখা যায় তাদের। 

রজবআলী মার্কেটের কাউন্টারগুলোতে কমবেশি যাত্রীর দেখা মিললেও যেন মশা-মাছি তাড়ানোর দশা গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে। 

ফরিদপুর, পটুয়াখালী রুটে চলাচল করা গোল্ডেন লাইন পরিবহনের বাসের টিকিট বিক্রেতা আহসান জানান, একই রুটের ২/৩টি বাস কাউন্টার মিলে বোঝাপড়ার ভিত্তিতে বাস একটা করে ছাড়ছি। এছাড়া উপায় নাই। এককভাবে বাস ছাড়লে হবে পুরাই লস।