নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার সভাপতি সাগরময় আচার্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চুয়েট ছাত্রলীগ সভাপতি সাগরময়কে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরে বিস্তারিত জানানো হবে।