ঢাকা শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

লালবাগে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু


নিউজ ডেস্ক
৬:৪২ - রবিবার, এপ্রিল ২০, ২০২৫
লালবাগে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাসান (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসানকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মিন্টু মিয়া জানান, তিনি ইসলামবাগে আলী হোসেনের মালিকানাধীন প্লাস্টিক-পলি কারখানায় কাজ করতেন। রাত ১১টার দিকে কাজ শেষে সার্কিট ব্রেকার বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন হাসান। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানায় জানানো হয়েছে।