ঢাকা শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে আমেরিকান প্রবাসী যুবকের মৃত্যু


নিউজ ডেস্ক
৬:৩৮ - রবিবার, এপ্রিল ২০, ২০২৫
খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে আমেরিকান প্রবাসী যুবকের মৃত্যু

রাজধানীর খিলগাঁও সি-ব্লকের নিজ বাসার ছাদ থেকে পড়ে মো. আসিফ আনোয়ার (৩৩) নামের এক আমেরিকান প্রবাসীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে মুগদা হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। 

পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, আসিফ খিলগাঁও সি-ব্লক ৫১৬ নম্বর বাসার আনোয়ারুল ইসলামের ছেলে। তিনি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে আমেরিকায় যান এবং মানসিক সমস্যার চিকিৎসার জন্য কিছুদিন আগে দেশে আসেন। পুনরায় আমেরিকায় ফিরে যাওয়ার প্রস্তুতি চলছিল বলে জানায় পরিবার।

তিনি জানান, খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরি বিভাগের ট্রলি থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়। আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।