ঈদুল ফিতরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সবার প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একইসঙ্গে পরিবেশ সুরক্ষা নিশ্চিতে যথাস্থানে ময়লা আবর্জনা ফেলা, পানির অপচয় না করে প্রকৃতির প্রতিও যত্নশীল হওয়ার তাগিদও দিয়েছেন তিনি।
রোববার (৩০ মার্চ) দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধির পর ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি আমাদের প্রকৃতির প্রতিও যত্নশীল হতে হবে।
ঈদের দিন শুধু নিজেদের নয়, প্রকৃতিকেও উপহার দেওয়া উচিত। যেখানে সেখানে বর্জ্য না ফেলে, পানি অপচয় না করে পরিবেশবান্ধবভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।
একইসঙ্গে সবার শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করে এবং নিরাপদভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা জানান তিনি।