সরকারি তিতুমীর কলেজের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি তিতুমীর কলেজ শাখা।
মঙ্গলবার (১৮ মার্চ) মহাখালীর সিনেমন রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুন বলেন, "তিতুমীর কলেজ ছাত্রশিবির সকল ছাত্রসংগঠনকে একত্রিত করতে পেরেছে, যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সংগঠনটি সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে এবং তাদের নিয়ে যে মনোভাব রয়েছে, তা দূর করতে কার্যকর পদক্ষেপ নেবে।"
তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সভাপতি আলফে সানি বলেন, "কলেজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে আমরা সবসময় চেষ্টা করি। রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল সম্প্রীতির উদাহরণ। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। মতাদর্শ ভিন্ন হলেও আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং একসঙ্গে কাজ করতে আগ্রহী।"
প্রধান অতিথির বক্তব্যে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের অফিস সম্পাদক এস. আই. সায়েম বলেন, "আমাদের পূর্বপুরুষরা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশ গড়ে তুলেছেন। মীর নিসার আলী তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ, মজনু শাহরা সুবিচার ও ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়েছেন। ইসলামী ছাত্রশিবির সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।"
উল্লেখ্য, ইফতার মাহফিলে ছাত্রদল ও ইসলামী ছাত্র আন্দোলন বাদে প্রায় সব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।