ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

কলাবাগানে সুপ্রিম কোর্টের আইনজীবীর মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক
১৩:৩৭ - শনিবার, মার্চ ১, ২০২৫
কলাবাগানে সুপ্রিম কোর্টের আইনজীবীর মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি বাসা থেকে টাইটাস হিল্লোল রেমা (৫৫) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।

শনিবার (১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস। তিনি জানান, আমরা খবর পেয়ে কলাবাগানে ক্রিসেন্ট রোডের ১১৪ নম্বর বাসা থেকে টাইটাস হিল্লোল রেমা নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই।

তিনি বলেন, টাইটাস হিল্লোল রেমা সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি আর্থিক অনটনে বেশ কিছুদিন যাবত হতাশাগ্রস্ত ছিলেন তিনি। রাতে ঘুমাতে পারতেন না। এক সপ্তাহ যাবত তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার জয় রামপুরা গ্রামে। তিনি ওই এলাকার মৃত লিডিং স্টোন রেমার ছেলে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই।