ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

যমুনায় অনানুষ্ঠানিক বৈঠকে উপদেষ্টা পরিষদ


নিউজ ডেস্ক
৮:৪৪ - মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৫, ২০২৫
যমুনায় অনানুষ্ঠানিক বৈঠকে উপদেষ্টা পরিষদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। তবে কী কারণে হঠাৎ এ বৈঠক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ‍দুপুর আড়াইটার দিকে যমুনার সামনে প্রেস উইং থেকে ব্রিফ করা হবে বলে উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন।

সূত্রে জানা গেছে, ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন এবং উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে আজকের অনির্ধারিত বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠক শেষে এ বিষয়ে জানানো হতে পারে।