ঢাকা-মাওয়া মহাসড়কে পাশে পড়ে আছে অজ্ঞাত এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছী সার্ভিস সড়কে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।
এদিকে মরদেহের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখছেন তারা। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে আছি। গুলিবিদ্ধ ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনা উদঘাটনে কাজ শুরু হয়েছে।