ঢাকা শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

ওরিয়ন গ্রুপের সংবাদ প্রকাশ করায় মামলা, সাংবাদিকদের মানববন্ধন


নিউজ ডেস্ক
১৩:৩১ - রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪
ওরিয়ন গ্রুপের সংবাদ প্রকাশ করায় মামলা, সাংবাদিকদের মানববন্ধন

ওরিয়ন গ্রুপের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দেশ টিভির প্রতিবেদক শাহাদাত হোসেন নিশাদ এবং দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে রোববার (২৯ সেপ্টেম্বর) তিতুমীর কলেজ গেটের সামনে মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি অংশগ্রহন করে শিক্ষার্থীরা।

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি তাওসিফ মাইমুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাহেদুজ্জামান সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ডিআরইউ, ডিইউজে, সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ওরিয়ন গ্রুপ মানহানির মামলা দিয়ে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের কন্ঠরোধ করতে চাচ্ছে। বৈষম্য বিরোধী সরকারের সময়ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে মামলা কেন বলে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। দুর্নীতির খবর প্রচারে গণমাধ্যমের স্বাধীনতা চাই বলে মানববন্ধনে জোর দাবি তোলে সাংবাদিকরা।

সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান যাত্রাবাড়ী ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় গতকাল ৫০০ কোটি টাকা করে দুটি মামলা করে দেশ টিভির বিরুদ্ধে। মামলায় দেশ টেলিভিশন লিমিটেড, দেশ টেলিভিশনের প্রধান নির্বাহী আরিফ হাসান এবং টেলিভিশনটির প্রতিবেদক শাহাদাত হোসেন নিশাদকে বিবাদী করা হয়েছে। একই সাথে মামলা করা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধেও। স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা না করতে আহ্বান জানান সাংবাদিকরা।