ঢাকা শনিবার, মার্চ ১৫, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

ঢাবিকে স্বৈরাচার আখ্যা দিল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা


নিউজ ডেস্ক
১১:৩৮ - বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৫
ঢাবিকে স্বৈরাচার আখ্যা দিল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

তিতুমীর কলেজ প্রতিনিধি:: বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্লোগান যেখানে জন্ম নিয়েছিল, সেখানে আজ বৈষম্য দৃশ্যমান হয়েছে বলে মন্তব্য করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নতুন ছাত্র সংগঠন "গণতান্ত্রিক ছাত্র সংসদ"-এ ঢাবি বাদে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়নি। এ পরিস্থিতিকে তারা বৈষম্য হিসেবে অভিহিত করেছেন।


তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে উক্ত বিষয়ে বিক্ষোভ মিছিলের পর সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার পর যদি কোনো স্বৈরাচার থাকে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়।


এসময় তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগীদের বাদ দিয়ে নতুন ছাত্র দল গঠনের তীব্র প্রতিবাদ জানান এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলারও নিন্দা প্রকাশ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, নতুন ছাত্র সংগঠনটি একনায়তন্ত্র কায়েম করতে চায়, যা পূর্বে হাসিনা সরকার করেছিল।


তারা আরো বলেন, ২৪ ফেব্রুয়ারির আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ৭ কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। সেই শিক্ষার্থীদের কেন নতুন কমিটিতে স্থান দেওয়া হয়নি!


শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী কার্যক্রম চলমান থাকবে, ততদিন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অবস্থান নেবে।