ঢাকা শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য স্মারক লিপি প্রদান


নিউজ ডেস্ক
১৬:৩৮ - বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪
তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য স্মারক লিপি প্রদান

তিতুমীর কলেজ প্রতিনিধি:: সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ও ইউজিসিতে গণস্বাক্ষরসহ স্মারকলিপি ও ৯৪ পৃষ্ঠার প্রতিবেদন প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি ও ৯৪ পৃষ্ঠার প্রতিবেদন প্রদান করেন।

স্মারকলিপিতে বর্তমানের নানা অসংগতি এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবির যৌক্তিকতা তুলে ধরা হয়। সেখানে উল্লেখ করা হয়, ২০১৭ সালে তিতুমীর কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার মান উন্নয়নের নানা আশ্বাস দেওয়া হলেও তা খুব একটা ফলপ্রসূ হয়নি। সিলেবাস প্রণয়ন, প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশে বিলম্বসহ নানা সীমাবদ্ধতা প্রতিবছরই পরিলক্ষিত হয়। এর ফলে সমন্বয়হীনতার অভাবে বৃহৎ সংখ্যক শিক্ষার্থী নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানা যায়, প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল খুব দ্রুতই এসব বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন।

এদিন আরও একটি স্মারক লিপি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) জমা দেওয়া হয়। এ সময় ইউজিসির চেয়ারম্যানের একান্ত সচিব মুস্তাফিজুর রহমান স্মারক লিপিটি গ্রহণ করেন এবং শিক্ষার্থীদের বলেন, যেহেতু নতুন একটি বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা প্রয়োজন, তার বেশিরভাগই তিতুমীর কলেজে বিদ্যমান, তাই তোমাদের এই দাবিটির যৌক্তিকতা রয়েছে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, জাহাঙ্গীর সানি, বেলাল হাসান, রাশেদুল ইসলাম, রয়েল আহমেদ রানা, ডিবেটিং ক্লাবের সভাপতি হাবিবুল্লাহ রনি, আব্দুল হামিদ ও মোশারফ হোসেন রাব্বিসহ অনেকেই।