ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

কাঞ্চনে চলছে ভোটগ্রহণ, ভোটারদের দীর্ঘ সারি


নিউজ ডেস্ক
৭:১৬ - বুধবার, জুন ২৬, ২০২৪
কাঞ্চনে চলছে ভোটগ্রহণ, ভোটারদের দীর্ঘ সারি

নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার (২৬ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলবে। 

সকাল থেকেই কেন্দ্রেগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতির হার বেশি রয়েছে। 

কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ৪৩৩ জন পুরুষ ভোট দিয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মো. সারোয়ার জাহান। নারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মাসুদ সওদাগর বলেন, তার কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২৮৮৮ জন। সকাল ১০টা পর্যন্ত ৩৫৪ জন ভোট দিয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

নির্বাচনে মেয়র পদে মোবাইল ফোন প্রতীকে আবুল বাশার বাদশা ও জগ প্রতীকে রফিকুল ইসলাম রফিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ ৯টি ওয়ার্ডের ১৯টি কেন্দ্রে চল্লিশ হাজার ৭৯৮ জন ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।