বগুড়ার কাহালুতে ট্রেন লাইনচ্যুতের কারণে রাজধানীর সঙ্গে দেড় ঘণ্টা যোগাযোগ বন্ধের পর স্বাভাবিক হয়েছে রেল যাতায়াত। বুধবার (২৯ মে) বিকেল পৌনে ৫টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট সাজেদুর রহমান সাজু বলেন, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি বিকেল ৩টার দিকে কাহালু স্টেশনে ঢোকার আগমুহূর্তে লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকার দিকে রেল যাতায়াত বন্ধ হয়ে যায়। এ ঘটনার কারণে বগুড়া স্টেশনে দুটি আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস ও দোলনচাঁপা আটকা পড়ে।
তিনি আরও বলেন, খবর পেয়ে লাইনচ্যুত ট্রেন উদ্ধারে সান্তাহার রিলিফ ট্রেন রওয়ানা দেয়। পৌনে ৫টার দিকে লাইন স্বাভাবিক হয়। প্রথম ধাপে আমরা লালমনি এক্সপ্রেস ছেড়ে দিয়েছি। একটু পর দোলনচাঁপা ছেড়ে দেওয়া হবে।