ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

তরুণ উদ্যোক্তাদের প্রদর্শনীতে মুখরিত তিতুমীর কলেজ


নিউজ ডেস্ক
১০:৩৩ - সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫
তরুণ উদ্যোক্তাদের প্রদর্শনীতে মুখরিত তিতুমীর কলেজ

মোঃ রাব্বি :: 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই'—এমন স্লোগান নিয়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী তারুণ্যের উৎসব ও মেলা।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় সরকারি তিতুমীর কলেজ মাঠে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল এবং উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

সকালের শুরু থেকেই কলেজ প্রাঙ্গণ উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে। নাচ ও যৌথ সঙ্গীত পরিবেশনা এই উৎসবে এক নতুন মাত্রা যোগ করে। শিক্ষার্থীদের উপস্থিতিতে স্টলগুলোর সৃজনশীল সাজসজ্জা এবং পিঠার মিষ্টি গন্ধ কলেজ প্রাঙ্গণকে গ্রামীণ ঐতিহ্যের প্রতীকী মঞ্চে পরিণত করে।

মেলায় মোট ২২টি স্টল বরাদ্দ দেওয়া হয়, যার প্রতিটি ছিল শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের পরিচয় ও সৃজনশীলতার প্রতীক। স্টলগুলোতে প্রদর্শিত হয় বাঙালির ঐতিহ্যবাহী পিঠা, খাবার, শিক্ষার্থীদের হাতে তৈরি জুয়েলারি, শাড়ি, তৈলচিত্র, বই, এবং হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বায়োস্কোপ প্রদর্শনী। প্রতিটি স্টলে শিক্ষার্থীদের পরিশ্রম ও সৃজনশীলতার নিদর্শন ফুটে উঠেছে।

শিক্ষকরা প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান। 

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল বলেন, তরুণরাই হলো আমাদের প্রাণশক্তি। এই তারুণ্য উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও প্রতিভাকে বিকাশের সুযোগ পাচ্ছে। তিনি শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং তাদের এমন উদ্যোগে আরও অংশগ্রহণের আহ্বান জানান।

শিক্ষার্থীরা বলেন, এই মেলার প্রতিটি আয়োজন আমাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিয়েছে। নিজেদের বিভাগকে উপস্থাপন করতে পেরে আমরা খুবই গর্বিত। এমন উৎসব আমাদের আরও উদ্যোগী হতে এবং আত্মবিশ্বাসী করে তোলে।

শিক্ষার্থীরা আরো বলেন, স্টল সাজানোর অভিজ্ঞতা ছিল অসাধারণ। আমরা নিজেদের হাতের কাজ প্রদর্শন করেছি এবং দেখেছি, কীভাবে সৃজনশীলতা অন্যদের অনুপ্রাণিত করতে পারে। এমন উৎসব নিয়মিত হলে আমাদের মেধার আরও বিকাশ ঘটবে।