ঢাকা শনিবার, জানুয়ারী ৪, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

‘আয়রন গার্ল’ শিমুর সঙ্গে বাগদান সারলেন সোহেল তাজ


নিউজ ডেস্ক
১৭:২৬ - মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪
‘আয়রন গার্ল’ শিমুর সঙ্গে বাগদান সারলেন সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের বাগদান সম্পন্নের খবর ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাদের বাগদান সারতে দেখা যায়।

ভিডিও চিত্রে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় পেছনে বাগদান সম্বলিত একটি পোস্টারও দেখা যায়।

একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রোববার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে ৫৫ বছর বয়সে আংটি বদল করেছেন সোহেল তাজ। কনে হলেন আয়রন গার্লখ্যাত শিমু। তিনি সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।

সোহেল তাজ শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে। এক সময়ের রাজনীতিবিদ সোহেল তাজ বর্তমানে সামাজিক ব্যাধি ও স্বাস্থ্য সমস্যার সমাধানে কাজ করছেন।

এদিকে সোহেল তাজকে জীবনের নতুন অধ্যায়ে শুভেচ্ছা জানিয়েছেন শুভানুধ্যায়ীরা।