রূপগঞ্জে গাজী ও রফিকের বিরুদ্ধে আরও মামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে প্রধান আসামি করে রফিকুল ইসলাম রফিক ওরফে আণ্ডা রফিকসহ ৭৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। আইয়ুব আলী নামের এক ব্যক্তিকে পিস্তল দিয়ে গুলি এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে এই মামলা করা হয়েছে।