সরকারি তিতুমীর কলেজের সহ-শিক্ষামূলক সংগঠন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের (জিটিসি-ইএলসি) নতুন কমিটি ঘোষণা হয়েছে। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. আল আমিন, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. সাইফুল ইসলাম রাকিব। মো. আল আমিন আগের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন ও মো. সাইফুল ইসলাম ছিলেন বিতর্ক বিষয়ক সম্পাদকের দায়িত্বে।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. ফারদিন আল রুবায়েত ও সাইফুল ইসলাম। কমিটিতে জায়গা পেয়েছেন মোট ২৩ জন। উপদেষ্টা প্যানেলে আছেন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এ. কে. এম. বজলুর রহমান, প্রভাষক মো: নাদিমুল হক এবং এ. এস. আল. মোহাইমিন খান।
কমিটিতে অন্যান্য পদে আছেন: সহ-সভাপতি- তাহমিনা তাজনিন তন্নী। সহ-সাধারণ সম্পাদক- জিনান ইসলাম তাসনি। কোষাধ্যক্ষ- মো. হাসান আলী, সহকারী কোষাধ্যক্ষ- সুমন ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক- স্যামুয়েল সমিক ও ফাতেমা জাহান আনিকা। দপ্তর সম্পাদক- নুসরাত জাহান চৌধুরী। প্রচার সম্পাদক- কে এম ইয়াকুব হোসেন, বিতর্ক বিষয়ক সম্পাদক- ফাহমিদা সুলতানা, সহকারী বিতর্ক বিষয়ক সম্পাদক- আরিফ আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- বাঁধন মোল্লা, মানবসম্পদ বিষয়ক সম্পাদক- সামিউল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- জুলেখা আক্তার, প্রকাশনা বিষয়ক সম্পাদক- আল আমিন হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক- জান্নাতুল বুশরা, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক- মো. রোকনুজ্জামান, আইটি সম্পাদক- মো. জুবায়ের ইসলাম। নির্বাহী সদস্য- মো. ইমন ও মো. তামিম মিয়া।
নতুন সভাপতি মো. আল আমিন বলেন, 'আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে ইংরেজি ভাষা শুদ্ধ এবং সাবলীলভাবে নিজে শিখা এবং অন্যকে শিখানো ৷ আমাদের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। তার মধ্যে অন্যতম- উপদেষ্টা মন্ডলী এবং সুসংগঠিত একদল সদস্যদের তত্বাবধানে সরকারি তিতুমীর কলেজের সকল শিক্ষার্থীদের জন্য ইংরেজি শেখার উন্মুক্ত পরিবেশ তৈরি করা। ইংরেজি ভাষার প্রধান চারটি স্কিল রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং এ দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হওয়া। আমি বিশ্বাস করি একবিংশ শতাব্দীতে নিজেদের এগিয়ে রাখতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা এক প্লাটফর্ম ৷'
সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া মো. সাইফুল ইসলাম রাকিব বলেন, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আজকের এই দিনে আমি অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞ। এই দায়িত্ব গ্রহণ করা আমার জন্য এক বড় সম্মানের বিষয়।ইংরেজি শেখার সুন্দর, শিক্ষণীয় এবং সৃজনশীল পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের আগামীর কার্যক্রম সুুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বদ্ধ পরিকর।। আশা করি, আমরা সবাই একসঙ্গে কাজ করে আমাদের ক্লাবকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো।
উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব।