ঢাকা শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

কলকাতায় বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার


super admin
২০:০৯ - বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২
কলকাতায় বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার

ভারতের কলকাতায় সন্দেহভাজন তিন বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শনিবার (১০ জুলাই) রাতে অভিযান চালিয়ে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাজিউর রহমান পাভেল ওরফে জোসেফ, মিখাইল খান ওরফে শেখ সাব্বির ও রবিউল ইসলাম। তাদের প্রত্যেকের বাড়ি গোপালগঞ্জ জেলায়। 
কলকাতা পুলিশের দাবি, নব্য জেএমবির সদস্য। তারা প্রত্যেকেই জেএমবির বড় মাপের নেতা। 

তবে তারা কেন কলকাতায় গিয়েছিল, কোনো জঙ্গি হামলার পরিকল্পনা ছিল কি না, তাদের সঙ্গে আল কায়েদা জঙ্গিগোষ্ঠীর কোনও সম্পর্ক আছে কি না, সেটি খতিয়ে দেখছে পুলিশ।

আজ সোমবার (১২ জুলাই) তাদের কলকাতার আদালতে তোলা হবে। রোববার এসটিএফ এর ডেপুটি কমিশনার অপরিজিতা রাই  গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান সাংবাদিকদের। তারা কীভাবে এখানে এলেন, কী উদ্দেশ্য, নাশকতা বা কোনো সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত কি না এবং তাদের পশ্চিমবঙ্গে ঢুকতে কারা সাহায্য করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।